নাগাল্যাণ্ড থেকে ত্রিপুরায় আনা হচ্ছিল পিস্তল !

নাগাল্যাণ্ড থেকে ত্রিপুরায় আনা হচ্ছিল পিস্তল। ধরা পড়ল জিরানীয়াতে।

সন্ধ্যায় ত্রিপুরার জিরানীয়া রেলস্টেশনে পিস্তল ম্যাগজিন এবং প্রচুর নেশার টেবলেট সহ ধরা পড়েছে দুজন। জিরানিয়ার এক স্টেশন পরেই ত্রিপুরার রাজধানী আগরতলা। শিলচর -আগরতলা ট্রেনের প্যাসেঞ্জার ছিলেন তারা। বাজেয়াপ্ত হওয়া জিনিসের মধ্যে আছে, বিড়ি, পাউরুটিও।

ত্রিপুরার নতুনবাজারের নরেশ চাকমা এবং করবুকের বেসিক চাকমা। তারই আনছিল নাগাল্যান্ড থেকে পিস্তল এবং ম্যাগজিন। তাদের কাছে পাওয়াগেছে তিন হাজারের মতো ইয়াবা টেবলেট। যা নেশার জন্য ব্যবহার হয়।

পুলিশ জানাচ্ছে, পিস্তলগুলি দেখতে নাইন এমএম-এর মতো হলেও কিছুটা ছোট। দেশীয় প্রযুক্তিতে তৈরি বলে পুলিসের ধরনা। কিন্তু ফিনিশিং খুব ভালো। তাদের কাছে ছিল তিনটি পিস্তল এবং দুটি ম্যাগজিন। সাথে বেশ কিছু টাকা, তিনটি মোবাইল সেট, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট,বিড়ি, পাউরুটি,  এসব।

ত্রিপুরায় ট্রেন থেকে বেশ কয়েকবার বেআইনি পিস্তল বাজেয়াপ্ত হয়েছে। আর একবার পিস্তলের চেহারায় লাইটার সঙ্গে রেখে ঝামেলায় পড়েছিলেন, পুলিশ অবশ্য থানা থেকেই তাকে ছেড়েও দিয়েছিল।

আগরতলা, ত্রিপুরা

COMMENTS