‘করোনা প্রতিরোধে’ ত্রিপুরায় বন্ধ স্কুল-কলেজ-ইউনিভার্সিটি

‘করোনা প্রতিরোধে’ ত্রিপুরায় বন্ধ স্কুল-কলেজ-ইউনিভার্সিটি

৩১ মার্চ পর্যন্ত বন্ধ ত্রিপুরার সমস্ত স্কুল-কলেজ-ইউনিভার্সিটি। তবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, তা চলবে।
করোনা প্রতিরোধে এই সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার।
কিছুক্ষন আগেই নেয়া হয়েছে এই সিধান্ত।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক শেষ হচ্ছে ২১ মার্চ, উচ্চমাধ্যমিক শেষ হবে এ মাসের শেষের দিকে।
সাবান বা হ্যান্ডওয়াশ কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়েই ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের পরীক্ষা হলে ঢুকতে হবে।
শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, ভালো করে হাত ধুয়েই ঢুকতে হবে ক্লাশে। স্কুলগুলিকে বলা হয়েছে স্যানিটাইজার এবং সাবান, পর্যাপ্ত জল ব্যবস্থা করে রাখতে।
দেশের আরও কিছু রাজ্যে আগেই সিদ্ধান্ত নিয়েছে করোনা প্রতিরোধে স্কুল কলেজ বন্ধ করে দেবার।

COMMENTS