কুকুর তুলে দিয়ে নারী নির্যাতন, গ্রেফতার পাঁচ ‘নীতি পুলিশ’

কুকুর তুলে দিয়ে নারী নির্যাতন, গ্রেফতার পাঁচ ‘নীতি পুলিশ’

দক্ষিণ ত্রিপুরার বিলোনীয়াতে দুই দিন আগে, ৩ মার্চ রাতে, ঘর থেকে টেনে বের করে মারপিট করা হয়েছিল এক মহিলাকে। পুলিশ  পরদিন সকালে এক দুর্গা মণ্ডপ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিল। সেই ঘটনায় গ্রেফতার হয়েছেন পাঁচ জন। বিলোনিয়ার একটি  আদালতে তাদের পেশ করা হয়েছে। অভিযুক্ত অন্তত দশজন।

অভিযোগ, কুকুর  গায়ে তুলে দিয়েছিল আক্রমণকারীরা। একজন কামড়ে দিয়েছিল।

তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন।

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেসন’র নেতা-কর্মীরা তাকে হাসপাতালে দেখে এসেছেন। কিছু টাকাও দিয়েছেন।

আক্রান্ত মহিলা একসময় সিপিআই(এম) প্রার্থী হয়ে পঞ্চায়েত ভোটে জিতে ছিলেন।

 

আরওঃ শাস্তি দিচ্ছে ‘নীতি পুলিশ’, এক মহিলার গায়ে তুলে দেয়া হল কুকুর

COMMENTS