দেশজুড়ে শ্রমজীবী মহিলা সমন্বয় সমিতি রাস্তায় নামলো ছয়টি দাবি নিয়ে। ত্রিপুরায় রাজ্যের দুটো দাবি নিয়ে আটটি। এই জেল ভরো, বা আইন অমান্য আন্দোলন’র সিধান্ত চেন্নাইয়ে সিট্যু’র সর্ব ভারতীয় সম্মেলনে নেয়া হয়েছিল জানুয়ারি মাসে।
ত্রিপুরায় রাজ্যের দুইটি বিষয়ও দাবি তালিকায় রাখা হয়েছে।
আইনসভায় এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা, সমকাজে সমমজুরী, ন্যূনতম মজুরি মাসে ২১ হাজার টাকা, এবং সিএএ, এনপিআর, এনআরসি বিরোধিতা কারার ডাক, এবং ত্রিপুরায় নারী নির্যাতন বন্ধ করা, মিড-ডে-মিল প্রকল্পে কাজ হারানোদের আবার কাজে নেয়া রয়েছে দাবি তালিকায়।
ভিডিওঃ অভিজিৎ
আগরতলা, ত্রিপুরা
COMMENTS