“ছেলেটাকে আমরা ফিরে পাব না। মা একা। আমাদের সবার দায়িত্ব পরিবারটির পাশে থাকা”।
বলেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
আজ সন্ধ্যায় তিনি কলেজটিলা এলাকায় ভাস্কর দেবরায়ের বাড়িতে যান। একদিন আগেই মৃত্যু হয়েছে অল্পবয়সী এই আইনজীবীর। তার মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন উঠছে। পরিবারের লোকের অভিযোগ চিকিৎসা গাফিলতিতে ভাস্করের মারা গেছে।
আজ সন্ধ্যায় মানিক সরকার কথা বলেন ভাস্করের মা মা কঙ্কনারানী দেবরায় সঙ্গে। তাদের সমবেদনা জানান।
মানিক সরকার বলেছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা উচিত।
তরুন আইনজীবী ভাস্কর দেবরায়কে পাওয়া গিয়েছিল আগরতলার ধলেশ্বরের রাস্তায়। শুক্রবার রাতে। ফায়ার সার্ভিস দপ্তরের কর্মীরা তাকে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে এনে ভর্তি করায় রাতে। রাতেই তার মৃত্যু হয় অই হাসপাতালে।
ভাস্করের সহকর্মীরা আজ সন্ধ্যায় রাস্তায় নামে বিচারের দাবিতে।
ভিডিওঃ অভিজিৎ
আগরতলা, ত্রিপুরা
COMMENTS