মোহনপুরে আক্রান্ত হয়েছেন সাংবাদিক।
আগরতলার সাংবাদিক জাকির হোসেন-কে মারা হয়েছে বলে অভিযোগ। তার মোবাইল ফোন গুড়িয়ে দেয়া হয়েছে।
সকালে মোহনপুরে যান কংগ্রেস নেতা সুবল ভৌমিক। ছিলেন সাংবাদিকরা। আধাপোড়া যে শিক্ষিকার দেহ গতকাল পাওয়া গিয়েছিল, তার পরিবারের সঙ্গে কথা
বলতে গিয়েছিলেন তারা।
সুবল ভৌমিক দ্য প্লুরাল কলাম-কে বলেছেন, মেয়েটির বাড়িতে পৌঁছানো মাত্রই জনা ত্রিশজন তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। মেয়ের পরিবারের সঙ্গে কথা বলতে বাধা দেয়া হয় তাদের।
সেই আক্রমণে পড়েন সাংবাদিকরাও।
আগরতলা, ত্রিপুরা
COMMENTS