লকডাউন শুরু ঘন্টাখানেক পরেই, দোকানে-বাজারে শেষ মূহূর্তের ভিড়!

দুটো থেকে শুরু হচ্ছে ত্রিপুরায় লকডাউন।
ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
ত্রিপুরায় আট দিনের লকডাউন আপাতত, চলবে ৩১ মার্চ পর্যন্ত।

ঘোষণার সঙ্গে সঙ্গেই গত সন্ধ্যায় ত্রিপুরার বিভিন্ন বাজারে ভিড় বাড়তে থাকে। সকালেও একই দৃশ্য দেখা আগরতলার বাজারগুলিতে। মানুষ চাল, ডাল, তেল, নুন, ইত্যাদি কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন।

একশ্রেনীর ব্যবসায়ীর বিরুদ্ধে দাম বেশি নেবার অভিযোগও উঠেছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, কেউ যেন অযথা বেশি জিনিস স্টক না করেন।
তবে বাজার-দোকান মানুষে ছয়লাপ। বাস বা অন্য গাড়ি না চললেও নিজস্ব গাড়ি বাইক প্রচুর ছিল রাস্তাতে।

আগরতলা, ত্রিপুরা

COMMENTS