বিহার,উত্তর প্রদেশ , ঝাড়খন্ড থেকে ত্রিপুরার ইটভাঁটাগুলিতে কাজ করতে আসেন অনেক শ্রমিক। অক্টোবর-নভেম্বর থেকেই পুরো শীত ধরে কাজ চলে, বৃষ্টি শুরু হবার আগেই তারা নিজের রাজ্যের দিকে পাড়ি দেন। তাদের এখন ফিরে যাবার সময়। আবার আসবেন পরের মরশুমে। লকডাউনে আটকা পড়েছেন। এখন কাজও বিশেষ নেই,টান পড়ছে। সরকারের কাছে অনুরোধ তাদের বাড়ি ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করা হোক। সরকারী সাহায্য পেয়েছেন, এক হাজার টাকা করে।
একহাজারে কতদিন !
জিরানিয়ার কেবিআই ইটভাঁটায় দুইজন শ্রমিক , তাদের দু’জনেই বিহারের, এবং ম্যানেজারের সাথে কথা হয়েছে। ম্যানেজারের কথায়ও একই সুর, কতদিন!
COMMENTS