ত্রিপুরায় এখন হাসপাতালে আর কোনও কোভিড রোগী নেই

তিনিও হাসপাতাল থেকে ছাড়া পেলেন।
ত্রিপুরার দ্বিতীয় কোভিড ওয়ান নাইন রোগী।
জিবিপি হাসপাতাল  তার সুস্থতায় হাততালি দিয়ে অভিনন্দন জানাল।

আপাতত ১৪ দিন তিনি থাকছেন ধলাই জেলার কোয়ারান্টিনে, বলেছেন জিবিপি হাসপাতালের ডাক্তার। দুটি পরপর কোভিড-ওয়ান নাইন টেস্টেরই ফল  নেগেটিভ । তাই ছাড়া হয়েছে হাসপাতাল থেকে।
১০ এপ্রিল রাত থেকে তার চিকিৎসা চলছিল এখানে ।
মধ্যপ্রদেশের মানুষ এই জন, সরকারী চাকরিতে আছেন ত্রিপুরায়। ট্রেনে ফিরেছিলেন,  তারপর ছিলেন কোয়ারান্টিনেও। তার কোনও লক্ষণ ছিল না। পরে দেখা যায়, ত্রিপুরায় আরেকজন যার এই সংক্রমণ হয়েছিল, তারা এক ট্রেনেই এসেছেন। সেই জন্যই তার পরীক্ষা হয় ধরা পরে তার সংক্রমিত হওয়ার বিষয়টি
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দ্বিতীয় এই রোগী।
প্রথমজন আগেই হাসপাতাল থেকে ফিরে গেছেন।

COMMENTS