বন্দীদের প্যারোলে ছাড়ার প্রস্তাব

ত্রিপুরার বিভিন্ন জেলে থাকা বন্দীদের প্যারলে ছাড়া হতে পারে। ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির সভা থেকে এই প্রস্তাব দেয়া হয়েছে। করোনা মোকাবিলায়, জেলে ভিড় কমাতে প্যারোলে ছাড়ার বিষয় বিবেচনা করা হয়েছে। বিদেশী বন্দী এবং বিচারাধীন বন্দীদের ছাড়া হবে কিনা তা নিয়ে কিছু সিদ্ধান্ত হয়নি। বিচারধীন বন্দীদের ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা। প্রত্যেকটি জেলে গঠন করা হবে একটি টাস্ক ফোর্স। প্রতিটি টাস্ক ফোর্সের জন্য এক লাখ টাকা করে চাওয়া হবে, এবং কেন্দ্রীয় সংশোধনাগারের জন্য চার লাখ।
ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি এবং স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান শুভাশিস তলাপাত্র, স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি বি কে সাহু, আই জি (প্রিজন) জয়দীপ নায়েক, প্রমুখ ছিলেন এই মিটিঙে।

COMMENTS