মুম্বাইয়ের একটি কোভিড উনিশ কোয়ারেন্টাইন কেন্দ্রে আগুন লাগলো । ঘটনা আজ সন্ধ্যের । সেখানে পঁচিশ জন ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল । সবাইকেই নিরাপদে বের করে আনা সম্ভবপর হয়েছে বলে জানা গেছে ।
মুম্বাইয়ের নাগ পাড়ার রিপন হোটেলকে কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে কয়েকদিন আগেই ঘোষণা দেওয়া হয়েছিল । তিন তলা এই হোটেলেই হটাৎ আগুন লেগে যায় । সাথে সাথেই ফায়ার ব্রিগেডের ট্যাঙ্কার ছুটে আসে । দুই তলার একটি ঘর থেকেই আগুন ছড়িয়ে পড়তে থাকে । পাঁচটি ফায়ার ব্রিগেডের ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে । কেউ হতাহত হন নি । আধ ঘন্টারও বেশি সময় ধরে পাঁচটি ইঞ্জিন একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে । ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল ।
COMMENTS