ত্রিপুরায় আরেকজনের শরীরে কোভিড ওয়ান নাইন। আক্রান্তকে রাতেই আনা হচ্ছে আগরতলার জিবিপি হাসপাতালে। ত্রিপুরার সবচেয়ে বড় এই হাসপাতালেই করা হয়েছে কোভিড-১৯ চিকিৎসা কেন্দ্র। তিনি উত্তর ত্রিপুরা জেলার দামছড়ায় থাকেন। তার বাড়ি মধ্যপ্রদেশে, বয়স ৩২।
ত্রিপুরায় প্রথম যার করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খোঁজ পাওয়া গেছে, তিনি আর এই দ্বিতীয় জন একই ট্রেনে ত্রিপুরায় এসেছেন। নেমেছেন ধর্মনগরে।
দামছড়ার বাক্তির জ্বর, শ্বাসকষ্ট, ইত্যাদি কোনও লক্ষণ নেই।
প্রথম জন কাদের সংস্পর্শে এসেছিলেন, তা খুঁজতে গিয়ে এই যুবকের খোঁজ পাওয়া গেছে। পরীক্ষায় ধরা পড়েন, তিনি পজেটিভ, বলেছেন কোভিড-১৯ স্টেট সারভিলেন্স অফিসার ডাঃ দীপ দেববর্মা।
দামছড়ায় ৩২ বছরের ব্যাক্তি একটি নিরাপত্তা বাহিনীর কর্মী। তার ক্যাম্পটি সিল করে দেয়া হয়েছে। তিনি কার কার সাথে মিশেছেন, তার খোঁজ শুরু করছে জেলা প্রশাসন।
COMMENTS