কোভিড-উনিশে আক্রান্ত ত্রিপুরার আরও এক


কোভিড-উনিশে আক্রান্ত ত্রিপুরার আরও এক। মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছল ১৫৬। এর মধ্যে ষোল জন সুস্থ হয়ে উঠেছেন। দুজন অন্য রাজ্যে গেছেন।
গতকাল রাতে নতুন একজন কোরোনায় আক্রান্তের হদিশ পাওয়া গেছে। তিনিও বিএসএফ কর্মী। রাতে জনিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। নতুন আক্রান্ত এই বিএসএফ কর্মী ৮৬ নম্বর ব্যাটালিয়নের। ছিলেন ধলাই ত্রিপুরার জেলায়।
গতকাল কোভিড-উনিশ টেস্ট হয়েছে ৬৫২ জনের। তার মধ্যে সাধারণ নাগরিক এবং বিএসএফ জওয়ান ছিলেন।
এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দুজনকে পাওয়া গিয়েছিল করোনায় আক্রান্ত হিসাবে। তারা সুস্থ হয়ে ফেরার পর রাজ্য সরকার ত্রিপুরাকে করোনা মুক্ত বলে ঘোষণা করেছিল। মে মাসের প্রথম দিন থেকেই বিএসএফ কর্মীদের আক্রান্ত হবার তথ্য সামনে আসে।

COMMENTS