ত্রিপুরার বামুটিয়া পঞ্চায়েত সমিতির অনাস্থা ভোটে বিক্ষুব্ধরা জয়ী হয়েছেন। বামুটিয়া বিডিও অফিসে আজ সকালে হয় ভোট। ভোট হয় হাততোলা পদ্বতিতে। এই পঞ্চায়েত সমিতির ১৩ আসন। চেয়ারম্যান ছিলেন শীলা দাস। তার প্রতি অনাস্থা আনেন বিক্ষুব্ধরা এ মাসের নয় তারিখ। অনাস্থার পক্ষে ভোট পড়ে আটটি। অনাস্থার বিপক্ষে পড়ে চারটি। একজন দুই তরফেই হাত তোলেন।
বামুটিয়ার বিডিও ত্রিদিব সরকার বলেছেন তার অফিসের দোতলায় ভোট হয়েছে। ব্যাপারটি দেখভাল করেছেন জেলা পঞ্চায়েত অফিসার।
জেলা পঞ্চায়েত অফিসার সব্যসাচী সিনহা বলেছেন, একজন অবজারভার তারা পাঠিয়েছিলেন। তার উপস্থিতিতে ভোট হয়েছে। অনাস্থার পক্ষেই বেশিরভাগ ভোট পড়েছে। কিন্তু এখনও তার হাতে কাগজ এসে পৌঁছায় নি।
এই পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে ছিল। এখানে বিরোধী রাজনৈতিক দল শূন্য।
COMMENTS