ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের প্রশাসকের পদে এলেন জি কামেশ্বর রাও

জি কামেশ্বর রাও ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন আজ সকালে। গতকাল রাতেই তাঁকে প্রশাসক হিসাবে নিযুক্ত করেন ত্রিপুরার রাজ্যপাল রমেশ বইস। আজ সকালে তিনি খুমুলুঙের এডিসি প্রশাসনিক ভবনে যান।

জি কামেশ্বর রাও ত্রিপুরার প্রাক্তন মুখ্যসচিব ছিলেন। ছিলেন ত্রিপুরার পুলিশ একাউন্টিবিলিটি কমিশনের সদস্য। পরশু রাতে তিনি পুলিশ একাউন্টিবিলিটি কমিশন থেকে তার ইস্তাফা দেন। তিনি ষ্টেট ইলেকশন কমিশনার হিসাবেও কাজ করেছেন।

গতকাল পর্যন্তই ছিল চলতি পরিষদের মেয়াদ। করোনা সংক্রমণের জন্য নির্বাচন বন্ধ আছে।

 

এই পরিষদে ক্ষমতায় ছিল বামফ্রন্ট। মুখ্য নির্বাহী সদস্য ছিলেন রাধাচরণ দেববর্মা।

preload imagepreload image