বিএসএফ কর্মীদের কোভিড আক্রান্ত হওয়ার কারণ খুঁজতে বিশেষজ্ঞ দল আসছে ত্রিপুরায়

বিএসএফ কর্মীদের কোভিড আক্রান্ত হওয়ার কারণ খুঁজতে বিশেষজ্ঞ দল আসছে ত্রিপুরায়Featured Video Play Icon

ত্রিপুরায় বিএসএফ জওয়ানদের মধ্যে করোনা  ভাইরাস সংক্রমণ কীভাবে ছড়িয়েছে, তা খুঁজে দেখতে    শিলঙের নিগ্রিমসের কমিউনিটি মেডিসিনের হেড ডাঃ কে জি মেধির নেতৃত্বে  বিশেষজ্ঞরা আসছেন আগামীকাল।
রাজ্য সরকারের পক্ষ থেকে সেন্ট্রাল সারভিলেন্স ইউনিটকে একটি চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছিল, সংক্রমণের শিকড়  খুঁজে বের করার জন্য,  বলেছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
আজ জিবিপি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৪ জন করোনা আক্রান্ত। বিএসএফ 
তাদের ফিরিয়ে নিয়ে গেছে। তারা দুই সপ্তাহ কোয়ারান্টিনে থাকবেন।

মন্ত্রী বলেছেন,  কর্ণাটক থেকেস্পেশাল ট্রেন ১১৬০ জনকে নিয়ে আগরতলায় এসে পৌঁছেছে।

COMMENTS