গণেশ দাস সাফাই কর্মী। আগরতলা পুর নিগমের। সকালে তিনি অন্য সাফাই কর্মীদের সাথে পরিচ্ছন্নতার কাজ করছিলেন আগরতলার দুর্গা চৌমোহনীর ব্রীজের পাশে। তিনি রাস্তার পাশেই একসময় প্রকৃতির ডাকে৷ সাড়া দিয়ে দাঁড়িয়ে যান।।সেখানেই ছিলেন ইঞ্জিনিয়ার অমৃত পাত্র। গনেশকে লাথি মেরে ড্রেনে ফেলে দেন বলে, গণেশের এবং অন্য আরও শ্রমিকদের অভিযোগ।
শেষ পর্যন্ত ঘটনা গড়ায় রামনগর পুলিশ ফাঁড়ি পর্যন্ত। যান এলাকার মিউনিসিপাল কাউন্সিলার কনিকা পাল। ঘটনার বিচার চান। পুলিশ গিয়ে নিয়ে আসে ইঞ্জিনিয়ারকে। তিনি সেন্ট্রাল ওয়াটার কমিশনের সাব ডিভিসনাল ইঞ্জিনিয়ার। থানায় বসে তিনি বলেছেন, তার এ কাজ করা ঠিক হয়নি। । তিনি এও বলেছেন, গনেশকে রাস্তার পাশে পেচ্ছাপ করতে আগে নিষেধ করেছিলেন। ভবিষ্যতে কোনদিন গায়ে হাত তুলবেন না, বলেছেন অমৃত।
আগরতলা পুর নিগম নির্দেশ জারি করে বলেছিল রাস্তার পাশে পেচ্ছাপ করা অপরাধ। জরিমানা দুশো টাকা।
ভিডিওঃ অভিজিৎ
আগরতলা, ত্রিপুরা
COMMENTS