পেটের দায়ে ঘরছাড়া হয়েছিলেন তারা। তারা কেউ শ্রমিক, কেউ ফেরিওয়ালা। এ দেশেরই নাগরিক। এখন শুনতে হচ্ছে বাংলাদেশি বা পাকিস্থানি তকমা। পরিযায়ী মানুষদের সঙ্গে এ ঘটনাই ঘটেছে আগরতলা শহরে।
পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ত্রিপুরায় এসেছিলেন পেটের দায়ে। আগরতলার রাজনগর স্কুলের কাছে ঘরভাড়া নিয়ে থাকেন তারা। লকডাউনের কারণে আটকা পড়েছেন।
সকালে তারা ঘরে ফেরার বন্দোবস্ত করতে এক জনপ্রতিনিধির বাড়িতে যাচ্ছিলেন। রাস্তায় কিছু মানুষ তাদের আটকায়। এইসব নীতি পুলিশেরা তাদের পরিচয় জানতে চান। স্বঘোষিত মোড়লরা তাদের আধার কার্ড দেখে বলে দেন, এসব জাল। তারা পাকিস্তানি, বাংলাদেশি এসব অভিযোগ তোলা হয়। পরে সবাইকে বসিয়ে রাখা হয় মাঠে।
মাতব্বরদের গ্রেফতারি থেকে বটতলা পুলিশ ফাঁড়ির লোকজন এসে তাদের নিয়ে যান। পরে সব কাগজপত্র দেখে ছেড়ে দেয়া হয়।
বটতলা ফাঁড়ির বাইরে দাঁড়িয়ে নিজেদের লাঞ্ছনার কথা বলেছেন পরিযায়ী মানুষগুলি।
COMMENTS