অমরপুর জেলে সাজাইও মগের অস্বাভাবিক মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে সিপিআই(এম), গণমুক্তি পরিষদ।

ত্রিপুরার অমরপুরের সাব-জেলে সাজাইও মগ নামে আঠাশ বছরের একজন বিচারাধীন বন্দীর অস্বাভাবিক মৃত্যু হয় গতকাল।

ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআই(এম) এবং তাদের শাখা সংগঠন গণমুক্তি পরিষদ এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছে । দোষীদের শাস্তি এবং তার পরিবারকে ক্ষতি পূরণ দেয়ার দাবি রেখেছে।

গণমুক্তি পরিষদ ক্ষতিপূরণ হিসেবে সাজাইও মগের পরিবারে একটি সরকারি চাকরির দাবি করেছে।

কিছুদিন আগে উদয়পুরে এবং আগরতলায় পুলিশ হেফাজতে দু’টি মৃত্যুর ঘটনা হয়েছে।

সিপিআই(এম)’র করবুক মহকুমা কমিটি’র সম্পাদক , প্রাক্তন বিধায়ক প্রিয়মণি দেববর্মা’র নেতৃত্বে মহকুমা পুলিশ আধিকারিকের ডেপুটেশন দেয়া হয়েছে একই দাবিতে। শিলাছড়িতে হয়েছে বিক্ষোভ মিছিল।

গণমুক্তি পরিষদ গুরুতর অভিযোগ এনেছে। বলেছে, সাজাইও’র দেহ পুলিশ কোনও ফরেনসিক পরীক্ষা না করে গভীর রাতে অমরপুর শ্মশানে সৎকার করে ফেলেছে।

প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চৌধুরি বলেছেন, ঘটনাটি সন্দেহজনক। আগেও এরকম ঘটনা হয়েছে বলে তার অভিমত। তিনি গণমুক্তি পরিষদ’র সভাপতি।

COMMENTS