ছাঁটাই হওয়া শিক্ষক করছিলেন মুরগির দোকান, আক্রান্ত হলেন রাতে

ছাঁটাই হওয়া শিক্ষক করছিলেন মুরগির দোকান,  আক্রান্ত হলেন রাতেFeatured Video Play Icon

ত্রিপুরায় আবারও আক্রান্ত হলেন ছাঁটাই হওয়া  এক শিক্ষকের পরিবার। রাজধানী  আগরতলার রামনগরে আক্রমণের ঘটনা হয়েছে গত রাতে।
আক্রান্ত  স্বপন সরকার ‘১০৩২৩’ শিক্ষকদের একজন। চাকরি যাবার পর তিনি বাড়ির সামনে একটি মুরগির দোকান দিয়েছেন। স্বপন সরকার অভিযোগ করেছেন, তার কাছে এলাকার দুষ্কৃতিকারী  ৫০ হাজার টাকা দাবি করেছিল,  তিনি দিতে না পারায় তার বাড়িতে হামলা হয়েছে। তার দাদা এবং বৌদিকেও মার খেয়েছেন। বৌদির সঙ্গে অসভ্যতা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
বাড়ির ভাঙচুর হয়েছে,  খাবার ফেলে দেয়া হয়েছে, গ্যাস স্টোভ,  ঘরের টিনের বেড়া ভাঙা হয়েছে। ঘটনা পুলিশে জানানো হয়েছে।

ত্রিপুরার বিরোধী দলনেতা মানিক সরকার বলেছেন, ২৭ মাস আগে ‘১০৩২৩’ শিক্ষকদের প্রলুদ্ধ করে ভোট নিয়েছে বিজেপি। এখন এই শিক্ষকরা  বেকার। তারা প্রতিবাদী হচ্ছেন,  তখন তাদের উপর হামলা হচ্ছে।
মানিক সরকার এই আক্রমণের জন্য শাসক বিজেপি’র লোকজনদের দিকে অভিযোগ এনেছেন।
” এসব হুজ্জতি বন্ধ হওয়া উচিৎ,” বলেছেন মানিক।

 
গত তিন সপ্তাহে ‘১০৩২৩’ শিক্ষকদের বেশ কয়েকজন আক্রমণের  শিকার হয়েছেন ত্রিপুরায়। ভিন্নতর সক্ষম হবে একজনের মাথায় মারের চোটে রক্ত জমায় জিবিপি  হাসপাতালে অপারেসনও করাতে হয়েছে। সেই ঘটনায় তার স্ত্রীও হাসপাতালে ভর্তি ছিলেন।

COMMENTS