১২ মে থেকে বিশেষ ট্রেন চলবে, থাকছে আগরতলার ট্রেনও

ভারতীয় রেলওয়ে ১২ মে থেকে যাত্রী পরিবহন শুরু করছে। প্রথমে  ১৫টি ট্রেন যাবে ও ফিরে আসবে। ধীরে ধীরে পরিসেবা বাড়ানো হবে।
দিল্লি থেকে এক পনেরো জোড়া ট্রেন চলবে এই প্রথম দফায়। ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচী, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মারগাঁও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং জম্মু-তাওয়াই চলবে ট্রেনগুলি। ”
‘তারপর রেলওয়ে কোচ কত আছে তা বুঝে  নতুন রুটে আরও বিশেষ ট্রেন চালাবে। কোভিড কেয়ার সেন্টারের জন্য ২০ হাজার কোচ রাখা হয়েছে। প্রতিদিন ৩০০ পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেনের জন্য আরও কোচ সংরক্ষিত আছে,” রেল মন্ত্রক এক বিবৃতিতে বলেছে।
সোমাবার বিকাল চারটা থেকে ওইসব ট্রেনে টিকিট বুকিং শুরু হবে। শুধু আইআরসিটিসি ওয়েবসাইটেই তা হবে। রেল স্টেশনে টিকিট কাউন্টার বন্ধ থাকবে, সেখান থেকে কোনও টিকিট দেয়া হবে না।
( আইএএনএস ইনপুটস)

COMMENTS