গাঁজা ধরতে গিয়ে আক্রান্ত ত্রিপুরা পুলিশ। পুলিশের দুটি গাড়ি ভাঙচুর হয়েছে। পঁয়ত্রিশ রাউন্ড ব্ল্যাঙ্ক ফায়ার করেছে পুলিশ। একজন পুলিশের গাড়ির চালক আহত হয়েছেন। ত্রিপুরার সিপাহিজলা জেলার লালমাই বাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে এই ঘটনা।
সিপাহিজলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী বলেছেন, গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছিল পুলিশ। নেতৃত্বে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতিষ্মান দাস চৌধুরী এবং ডিএসপি অলক ভট্টাচার্য। মেলাঘরের পদ্মলোচন পাড়াতে প্রায় ২৪০ কেজি গাঁজা পাওয়া যায়। ১২টি বস্তাতে ভরা ছিল শুকনো গাঁজা। সে গাঁজা নিয়ে আসার সময়ই আক্রমণ হয়। দা,লাঠি, ঢিল, গুলতি নিয়ে ৩০-৩৫ জন ঝাঁপিয়ে পড়েন বলে পুলিশ সুপারের বক্তব্য। পরে সোনামুড়া এবং মেলাঘর থানা থেকে পুলিশ গিয়ে এই দলটিকে উদ্ধার করে। মেলাঘর থানায় বিশ্ব কুমার ত্রিপুরা, সুনীল ত্রিপুরা, চন্দ্র মানিক ত্রিপুরা এই তিনজনের নামে একটি অভিযোগ দায়ের হয়েছে।
ধর্মনগরে গতকাল নেশা কারবারীদের হাতে আক্রান্ত হয়েছিলেন এক পুলিশ কর্মী। তার পেটে পিঠে ছুরি মারা হয়।
COMMENTS