কাঞ্চনপুরের রিয়াং ক্যাম্পে একজন কোভিড-ওয়ান নাইন পজিটিভ !

কাঞ্চনপুরের রিয়াং ক্যাম্পে একজন কোভিড-ওয়ান নাইন পজিটিভ !

ত্রিপুরার উত্তর জেলায় কাঞ্চনপুর মহকুমায় বেশ কয়েকটি ক্যাম্পে কুড়ি বছরের বেশি সময় ধরে আছেন মিজোরাম থেকে আসা রিয়াং ( ব্রু) অংশের মানুষ। ক্যাম্পেগুলির মধ্যে নাইসিংপাড়া  সবচেয়ে বড়।

নাইসিংপাড়ায় একজনের কোভিড-ওয়ান নাইন ধরা পড়েছে। তাকে আগরতলা পাঠানো হয়েছে ।  তিনি যাদের সংস্পর্শে এসেছিলেন, তাদের এখন পরীক্ষা করা হচ্ছে, সামাজিক মাধ্যমে বলেছেন, কাঞ্চনপুরের মহকুমা শাসক।

কাঞ্চনপুরে এখন মহকুমা শাসক হিসেবে আছেন চান্দনী চন্দ্রন।

সামাজিক মাধ্যমে দেয়া সেই পোস্টে একজনের কথার জবাবে মহকুমা শাসক বলেছেন, প্রতিটি ক্যাম্পে একটি ভলান্টারি কোয়ারান্টিন সেন্টার থাকবে, সেখানে মানুষ থাকতে পারবেন।

মহকুমা শাসকের সাথে ফোনে কথা বলার চেষ্টা করা হয়েছে, পাওয়া যায়নি।

COMMENTS