ত্রিপুরার গ্রাম উন্নয়ন দফতরের স্টোর থেকে বহু লাখ টাকার নির্মাণ সামগ্রী উধাও। ঘটনা সামনে আসতেই মামলা হয়েছে ওয়ার্ক এসিসট্যান্ট এবং স্টোর কিপার স্যামুয়েল রাখুমের বিরুদ্ধে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার জম্পুই হিল এলাকায়। সেখানকার জম্পুই হিল ব্লকের গ্রাম উন্নয়ন দফতরের স্টোর থেকে ৩১ লাখ টাকার বেশি নির্মাণ সামগ্রী পাওয়া যাচ্ছে না। ভাংমুন থানায় অভিযোগ দায়ের করেছেন বিডিও কিশোর সরকার।
Newer Post
আন্দোলনকারী শিক্ষক নেতা গ্রেফতার আগরতলায়!Older Post
বাজে মৃত এক পরিবারের পাঁচজন
COMMENTS