করোনা মোকাবিলাঃ ত্রিপুরার স্বাস্থ্যসচিব বলছেন……

হেলিকপ্টার ভাড়া করা হয়েছে। আগামীকাল এই হেলিকপ্টার যাবে কলকাতায়। সেখান থেকে এন-৯৫ মাস্ক, থ্রি-লেয়ার মাস্ক এবং হ্যান্ড সেনিটাইজার আনবে। সব মিলিয়ে প্রায় ৩৫০ কেজি মাল আসবে। সন্ধ্যায় জানিয়েছেন স্বাস্থ্যসচিব ডাঃ দেবাশিস বসু।
ত্রিপুরাতে হোম কোয়ারিন্টাইনে আছেন ৯৪৮ জন। ইনিস্টিটিউসনাল কোয়ারান্টাইনে আছেন ৫০ জন। এখন পর্যন্ত কোনও পজিটিভ কেস পাওয়া যায়নি।  স্বাস্থ্য দপ্তরের হাতে ৫০০ কিট রয়েছে করোনা আক্রান্তদের পরীক্ষা করার জন্য। প্রত্যেক জেলাতে করা হয়েছে কন্ট্রোল রুম। রাজ্য পর্যায়েও একটি কন্ট্রোল রুম রয়েছে। সেখান থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যেমন নজর রাখা হচ্ছে, তেমনি বাজারে ওষুধ এবং খাদ্যের মজুত,ইত্যাদি লক্ষ্য রাখা হবে। এসডিএম এবং বিডিওদের বলা হয়েছে ফিল্ড সার্ভে করতে। তাদের থেকেও রিপোর্ট নেয়া হবে। ভবঘুরেদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে, বলেছেন  ডাঃ বসু।

COMMENTS