দিল্লী : ভোট দিলেন বিশিষ্টরা

৭০ আসনের দিল্লি বিধানসভার ভোট শুরু হয়েছে আজ সকাল আটটা থেকে । ভোট গ্রহণ প্রক্রিয়া জারি থাকবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

দিনের বিভিন্ন সময়ে ভোট দিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ , রাষ্ট্রপতি ভবন পোলিং স্টেশনে বেলা এগারটার মধ্যেই ভোট দেন।

ভোট দিলেন ভারতের নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাও । তিনি নির্মাণ ভবন পোলিং স্টেশনে বেলা এগারোটার পর এসে ভোট দেন।

ইলেকশন কমিশনার সুশীল চন্দ্রা এবং অশোক লাভাসাও সপরিবারে ভোট দিয়েছেন ।

অরবিন্দ কেজরিওয়াল সপরিবারে সকাল সকাল ভোট দিয়েছেন । তার পুত্র এই বছরই প্রথম ভোট দিচ্ছে ।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী স্বামী ও পুত্র সহ ভোট দিতে আসেন । প্রিয়াঙ্কা পুত্র রেহান এই প্রথমবার ভোট দিচ্ছেন । কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বেলা বারোটার মধ্যেই ভোট দিয়েছেন ।

দিল্লি বিধানসভা নির্বাচনে মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে । আম আদমি পার্টি ছাড়াও লড়াইয়ে আছে বিজেপি এবং কংগ্রেস ।

১১ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে ২১ টি গণনা কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট গণনা শুরু হবে।

COMMENTS