ভারতীয় সেনার হাভিলদার বিজয় দেববর্মা ভারত-চীন সীমান্তে দায়িত্বে থাকা অবস্থায় এভালেন্সে আহত হয়েছিলেন। ২২ মে এই ঘটনা হয়। হাসপাতালে ছিলেন তিনি। চিকিৎসায় থাকা অবস্থায় মারা যান।
তিনি অরুণাচল প্রদেশে পোস্টেড ছিলেন।
ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড়ের গুলিরাই গ্রামে তার বাড়ি।
শুক্রবারে তার দেহ আগরতলায় পৌঁছে।
তার বাড়িতে দেহ নিয়ে গেছেন সেনা সদস্যরা । শোকে ভেঙে পড়েছে গোটা এলাকা। বয়স মাত্রই চৌত্রিশ হয়েছিল বিজয় দেব্বার্মার।তিনি ছিলেন গানার।
COMMENTS