কোভিড-ত্রিপুরাঃ পর পর তিনদিন দুশো ছাড়িয়ে সংখ্যা, আজও নতুন রেকর্ড

কোভিড-ত্রিপুরাঃ পর  পর তিনদিন দুশো ছাড়িয়ে সংখ্যা, আজও নতুন রেকর্ড

ত্রিপুরায় এখন যেন একদিনে শনাক্ত কোভিড আক্রান্তের সংখ্যা পুরানো রেকর্ড ভাঙার রেকর্ড করতে বসেছে। পরশু দিনের রেকর্ড ভেঙে আজ নতুন রেকর্ড।
আজ সেই সংখ্যা ২৫৪। দু’দিন আগে একদিনে ছিল ২২৩ । তার আগে ১৭১ ।
গতকাল ছিল ২০২।
আজ টেস্ট হয়েছে ৫১৮৫, গতকাল ৪৮৪৮ টেস্ট।
নয় দিনে ত্রিপুরায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১২৮০ জন। এই সময়ে টেস্ট হয়েছে ৩৪৫৫৩। গড়ে প্রতি ২৭ টেস্টে একজন পজিটিভ।
পরশুদিন এই হিসেবটি ছিল ৩০। মানে গড়ে প্রতি ৩০ টেস্টে একজন পজিটিভ।
ত্রিপুরায় করোনা পজিটিভের সংখ্যা গতকালই তিন হাজার ছাড়িয়েছিল, আজ নতুন ২৫৪ নিয়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৪৮।
২৫৪ জনের ৬৫ জন পশ্চিম ত্রিপুরা জেলার। পর পর দু’দিন পশ্চিম ত্রিপুরা জেলা আক্রান্তের সংখ্যায় শীর্ষে। এক সময় ধলাই, সিপাহীজলা, গোমতী জেলা এরকম পর পর উপরের দিকে থাকত।
গোমতী জেলার ৩৬ জন, সিপাহিজলা থেকে ২৮ জন, ধলাই জেলার ৩৩ জন, উত্তর ত্রিপুরার ৪৮, দক্ষিণ ত্রিপুরা থেকে ২৯ , উনকোটি থেকে ৩ এবং , খোয়াই থেকে ১২ জন রয়েছেন আজ।
আক্রান্তরা আছেন রাজ্যের আটটি জেলা থেকেই।

একজন আজ মারা গেছেন, তাতে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা আট জনে পৌঁছল। যিনি মারা গেছেন আজ, অন্যকোনও রোগে ভুগছিলেন কিনা, কিছুই জানানো হয়নি ।

COMMENTS