সিপিআই(এম) দেশে আজ দাবি দিবস পালন করছে। ত্রিপুরাতেও হচ্ছে এই কর্মসূচী।মোট চারটি দাবি।
আয়কর দেন না এমন প্রত্যেক পরিবারকে ছয় মাস সাড়ে সাত হাজার টাকা করে দিতে হবে, ছয় মাস মাথাপিছু দশ কেজি রেশন , দুশো দিনের কাজের ব্যবস্থা, ও বেকার ভাতার ঘোষণা, সরকারী ক্ষেত্রের বেসরকারিকরন বন্ধ, সংশোধিত শ্রম আইন বাতিল।
ত্রিপুরাতে অন্তত চারশ জায়গায় মানুষ এই দাবির সমর্থনে জড়ো হয়েছেন, গলায় পোস্টার ঝুলিয়ে দাবির কথা জানাচ্ছেন। সব জেলা, মহকুমা, ব্লকে হচ্ছে এই কর্মসূচী। সব জায়গায় মানা হচ্ছে শারীরিক দুরত্বের বিধি নিষেধ,বলেছেন দলের রাজ্য সম্পাদক গৌতম দাশ।
COMMENTS