নগর সরকার নির্বাচনের প্রস্তুতি, নিযুক্ত হলেন স্টেট ইলেকসন কমিসনার

নগর সরকার নির্বাচনের প্রস্তুতি, নিযুক্ত হলেন স্টেট ইলেকসন কমিসনার

পঞ্চায়েত ইলেকসন কমিসনে স্টেট ইলেকসন কমিসনার নিযুক্ত হয়েছেন, প্রাক্তন সচিব এম এল দে । তিনি অবসরে চলে গেছেন। গ্রাম উন্নয়ন দফতর তাকে নিযুক্ত করেছে ৩০ মে। নিযুক্তির নোটিসে বলা হয়েছে, ২০২০ সালে বিভিন্ন মিউনিসিপালিটির নির্বাচনের জন্য   ইলেকটোরাল রোল তৈরি, নির্বাচন করানো, ইত্যাদি দায়িত্ব রাজ্য নির্বাচন কমিসনের কাছে দেয়া হল।

পঞ্চায়েত ইলেকসন কমিসনে স্টেট ইলেকসন কমিসনার নিযুক্ত হয়েছেন, প্রাক্তন সচিব এম এল দে । তিনি অবসরে চলে গেছেন।

গ্রাম উন্নয়ন দফতর তাকে নিযুক্ত করেছে ৩০ মে।

নিযুক্তির নোটিসে বলা হয়েছে, ২০২০ সালে বিভিন্ন মিউনিসিপালিটির নির্বাচনের জন্য   ইলেকটোরাল রোল তৈরি, নির্বাচন করানো, ইত্যাদি দায়িত্ব রাজ্য নির্বাচন কমিসনের কাছে দেয়া হল।

preload imagepreload image