‘১০৩২৩’ শিক্ষকদের পক্ষে দাঁড়াচ্ছেন কপিল সিব্বালঃ হরেকৃষ্ণ

‘১০৩২৩’ শিক্ষকদের পক্ষে দাঁড়াচ্ছেন কপিল সিব্বালঃ হরেকৃষ্ণ

 

‘১০৩২৩’ নামে পরিচিত ত্রিপুরার শিক্ষকদের চাকরি গেছে আদালতের রায়ে। শেষ দিকে তারা চুক্তিবদ্ধ হিসেবে কাজে ছিলেন। সেই মেয়াদও শেষ হয়ে গেছে ৩১ মার্চ। দুইমাসের বেশি হয়ে গেল,  তারা চাকরিতে নেই৷ কেউ চাকরি করেছেন দশ বছর, কারও অভিজ্ঞতা সাত বছরের।

বামফ্রন্ট আমলে তারা চাকরি পেয়েছিলেন। চাকরি গেছেও বামফ্রন্ট আমলেই। তারপর চুক্তিতে ছিলেন।

বিষয়টি একাধিকবার  হাইকোর্ট, সুপ্রিমকোর্টে গেছে। কখনও সরকার নিয়ে গেছে সুপ্রিমকোর্টে, কখনও শিক্ষকরা।

শিক্ষকদের পক্ষে আইনি লড়াই করতে এবার দাঁড়াচ্ছেন খ্যাতনামা উকিল কপিল সিব্বাল।
সিব্বাল রাজনৈতিক নেতা হিসেবেও সুপরিচিত। ইউপিএ সরকারে মন্ত্রীও ছিলেন।

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক কপিল সিব্বালের বিষয়টি নিশ্চিত করেছেন।
” বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল সাহেব ‘১০৩২৩’ শিক্ষকদের পক্ষে আদালতে দাঁড়াবেন। সেই প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত এইটুকুই বলা যাচ্ছে,” বলেছেন  হরেকৃষ্ণ।  তিনিও আইনজীবী।

‘১০৩২৩ শিক্ষক বিষয়ে আদালতে আগেও বিখ্যাত উকিলেরা দাঁড়িয়েছেন।যেমন সলমন খুরসিদও সুপ্রিম কোর্টে একক্ষেত্রে ছিলেন।

COMMENTS