ত্রিপুরাতে করোনা আক্রান্ত আরও একজন মারা গেছেন। সব মলিয়ে রাজ্যে সেই সংখ্যা দাঁড়াল দশ।
সকালে জিবিপি হাসপাতালে মারা যান ৭৬ বছরের এক পুরুষ মানুষ। তার বাড়ি গমোতী জেলার কাকড়াবনের পূর্ব মির্জাতে। ১৮ জুলাই ভর্তি করানো হয়েছিল আগরতলার জিবিপি হাসপাতালে। বুকে ব্যাথা এবং শ্বাসকষ্ট ছিল তার। ১৯ জুলাই তার পরীক্ষা হয়, দেখা যায় তিনি কোভিড পজিটিভ।
সকাল সাড়ে আটটায় মারা যান তিনি। তার কিডনির অসুখ এবং উচ্চরক্তচাপের সমস্যা ছিল, মহাকরণে বলেছেন আইন মন্ত্রী রতন লাল নাথ।
১২ জুলাই থেকে আজ পর্যন্ত ত্রিপুরায় কোভিড আক্রান্ত মারা গেছেন নয় জন। গতমাসে একজনের মৃত্যু হয়েছিল। তার আগে এক মহিলা জিবিপি হাসপাতালের ফ্লু ক্লিনিকের বাথরুমে আত্মহত্যা করেন। পরে দেখা যায় তিনি কোভিড পজিটিভ।
সোমবার থেকে শুরু হবে বাড়ি বাড়ি সার্ভের কাজ। স্বাস্থ্যকর্মীরা বাড়ি গিয়ে দেখবেন, জ্বর, কাশি,ইত্যাদি। তাদের পরীক্ষা করা হবে।