কাঁপল উত্তরপূর্বাঞ্চল

কাঁপল উত্তরপূর্বাঞ্চল

কয়েক ঘণ্টার ব্যবধানে দুবার কেঁপে উঠল ভারতের উত্তরপূর্বাঞ্চল। একটি মাঝারি এবং অন্যটি হালকা মাপের ভূমিকম্পে। প্রথম ভূমিকম্পটি হয় সকাল সাতটা সাতান্ন মিনিটে। এপিসেন্টার ছিল ত্রিপুরার পাশে থাকা আসামের করিমগঞ্জে। সেখানে মাটির থেকে প্রায় ১৮ কিলোমিটার নিচে তার উৎপত্তিস্থল। তীব্রতা ছিল চার দশমিক এক ম্যাগনিচিউড। দ্বিতীয়টি হয় বেলা একটা নয় মিনিটে। এবার এপিসেন্টার আসামের কোকরাঝার। প্রায় ১১ কিলোমিটার মাটির নিচে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল দুই দশমিক ছয়।

COMMENTS