ত্রিপুরায় আক্রান্ত এক সাংবাদিক

সাংবাদিক কুন্তল গোস্বামী আক্রান্ত। বাড়ি ফেরার পথে সোমবার রাত সোয়া দশটা/সাড়ে দশটা নাগাদ আক্রান্ত হয়েছন তিনি আগরতলার কল্যাণী এলাকায়।  হেলমেট থাকায় মাথায় গুরুতর চোট লাগেনি।
পূর্ব আগরতলা থানায় কুন্তল অভিযোগ জানিয়েছেন।
তিনি টেলিভিশন সাংবাদিকতা করেন। আগরতলায় পরিচিত মুখ।
কয়েকদিন আগে দক্ষিণ ত্রিপুরায় এক সাংবাদিক আক্রমণের মুখে পড়েছিলেন।
সামাজিক মাধ্যমেও সাংবাদিকদের হেয় করার চেষ্টা দেখা যাচ্ছে কিছুদিন ধরে।

সাংবাদিকদের ওপর আক্রমণ, সাংবাদ মাধ্যমের স্বাধীনতা, ইত্যাদির মাপকাঠিতে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স নামের একটি প্যারিস ভিত্তিক আন্তর্জাতিক সংস্থার  বছরের রিপোর্টে  প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান গত বছরের তুলনায় এবছর আরও পিছিয়ে গেছে, ১৮০ দেশের মধ্যে এবছর ভারত ১৪২ নম্বরে।

উত্তর প্রদেশ’র উন্নাও জেলায় ১৯ জুন পঁচিশ বছর বয়সী সাংবাদিক শুভম মণি ত্রিপাঠী খুন হয়েছেন। তিনি বালু-মাফিয়াদের বিরুদ্ধে,   জমি বেআইনি দখল নিয়ে খবর করেছিলেন। মাফিয়াই তাকে খুন করিয়েছে বলে অভিযোগ।  ২০১৯ সালে ভারতে কোনও সাংবাদিক খুন হননি। ২০১৮ সালে খুন হয়েছিলেন তিনজন, তারমধ্যে একজন সম্পাদকও ছিলেন, সুজিত বুখারি। তার আগের বছরেও তিন জন, গৌরি লঙ্কেশ,তিনিও সম্পাদক ছিলেন, এবং ত্রিপুরার দুই জন, শান্তনু ভৌমিক,  সুদীপ দত্ত ভৌমিক।

COMMENTS