‘টাকা নাই, কাজ নাই’। ত্রিপুরার প্রধান হাসপাতালে ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট।

ডক্টর্স ডে আজ।  বকেয়া পাওনার জন্য আন্দোলনে আজ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও জিবিপি হসপিটাল’র নবীন ডাক্তাররা । ইন্টার্ন ডাক্তারদের অভিযোগ তারা দুই মাস ধরে তাদের প্রতি মাসের পাওনা আঠারো হাজার টাকা পাচ্ছেন না।  আঠার থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করার দাবি রেখেছেন তারা।

হাসপাতাল কতৃপক্ষ বলেছে, তাদের টাকা দেয়ার ব্যবস্থা হচ্ছে। ট্রেজারির সাথে যোগাযোগ করা হচ্ছে।

নবীনদের বক্তব্য , এমন কথা তারা আগেও শুনেছেন। টাকা না পেলে কাজ করা সম্ভব না। তাদের আরও অভিযোগ, শুধু মাস্ক পরেই তারা কোভিড  পরীক্ষার জন্য নমুনা নিচ্ছেন।

 

COMMENTS