শিক্ষকদের গণকনভেনশন রবীন্দ্রভবনে

শিক্ষকদের গণকনভেনশন রবীন্দ্রভবনে

আদালতের রায়ে চাকরি হারাতে বসা শিক্ষকরা আজ গণকনভেনশন করেছেন রবীন্দ্র ভবনে।
অল ত্রিপুরা সরকারী ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠন গণকনভেনশনের আয়োজন করেছিল। ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা যোগ দিয়েছেন।
সরকারকে সঙ্গে নিয়েই নিজেদের চাকরি বাঁচানোর পক্ষে মত দেন কেউ কেউ। আবার অনেকে প্রশ্ন তুলেছেন ১৭ মাস সময় পেয়েছে এই সরকার, কোনও বিকল্প ব্যবস্থা এখনও কেন হল না।

গণকনভেনশন থেকে সিদ্ধান্ত হয়েছে নিজেদের চাকরি বাঁচাতে আন্দোলনেই যাবেন শিক্ষকরা।

শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ‘বিকল্প’ ব্যবস্থা করবেন বলেছেন। তবে তাদের শিক্ষকতার চাকরিতে আর নেয়া হচ্ছে না।

দু’দিন আগে এই শিক্ষকরা পুলিশের কাছে গিয়েছিলেন। শিক্ষকদের অভিযোগ তাদের ভয় দেখানো হচ্ছে।

আগরতলা, ত্রিপুরা

COMMENTS