ত্রিপুরায় করোনা আক্রান্ত আরও ১৪১ জন।
আজ ২১২৫ জনের সোয়াব টেস্ট হয়েছিল। তাতে দেখা যায় ১৪১ জন আক্রান্ত। এদিন যে ১৪১ জন নতুন পাওয়া গেছে তাদের মধ্যে পশ্চিম জেলার ৩৫, উত্তর জেলার ১, গোমতী জেলার ১০ খোয়াইয়ের ৬৩, দক্ষিন জেলার ৬, ধলাই জেলার ১৫ এবং সিপাহীজলার ১১ জন রয়েছেন।
একদিনে আক্রান্তের হিসাবে এটা এখন পর্যন্ত দ্বিতীয় সব চেয়ে বড় সংখ্যা।
তার আগে ৪ জুন ত্রিপুরায় একদিনে আক্রান্ত হয়েছিলেন ১৫১ জন।
সব মিলিয়ে এখন ত্রিপুরায় আক্রান্তের সংখ্যা ১৯৩১ জন।
আজকে থেকে শুরু হয়েছে স্পট এন্টিজেন ডিটেকশন টেস্ট। দিল্লি থেকে একটি ট্রন যাত্রী নিয়ে আগরতলায় এসেছে। তার যাত্রীদের এই পদ্বতিতে আজ পরীক্ষা করা হয়। উদয়পুরের কন্টেনমেন্ট জোনেও এন্টিজেন ডিটেকশন টেস্ট শুরু হয়েছে।
COMMENTS