ত্রিপুরার ভগৎ সিং যুব আবাসে করোনা রোগীদের জন্য একটি কেয়ার সেন্টার খোলা হয়েছে। সেখানে একটি ভিআইপি রুম বানানো নিয়ে সমস্যা দেখা দেয়।
প্রশাসনের পদস্থ অফিসার কেউ করোনায় আক্রান্ত হলে তাদের চিকিৎসা হবে আলাদা ঘরে। তার জন্য চাই একটি ভিআইপি রুম। ভগৎ সিং যুব আবাসে যেখানে ডাক্তাররা থাকেন, সেখানেঈ ভিআইপি রুম বানানোর জন্য হবে বলে ডাক্তারদের তাদের রুম ছেড়ে দিতে বলা হয়। ডাক্তাররা প্রতিবাদ জানান। সরকারি চিকিৎসকদের সংগঠন এটিজিডিএ’র সাধারণ সম্পাদক ডাঃ রাজেশ চৌধুরী যান সঙ্গী-সাথী নিয়ে। তারা কথা বলেন, ডাক্তারদের সঙ্গে। প্রশাসনের আধিকারিকদের সঙ্গে। তারপর ভিআইপি রুম বানানোর বিষয়টি এখন স্থগিত রাখা হয়েছে, তিনি বলেছেন।
ডাঃ চৌধুরী বলেছেন, ডাক্তাররা এখন যে রুমে থাকেন, সেটা যদি তাদের ছেড়ে দিতে হয়, তাহলে তাদের রোগীদের একদম কাছে গিয়ে থাকতে হবে। তাদের সংক্রমিত হবার সম্ভাবনা তৈরি হবে। ডাক্তারদের রুম ছাড়া অন্য যেকোনও জায়গায় ভিআইপি রুম হোক, তাদের কোন আপত্তি নেই।
COMMENTS