সিপিআই(এম)’র পার্টি অফিসের সামনে বাজার শেড। আদালত সরকারকে প্রস্তাব করেছে রাস্তা দেয়ার জন্য।

সিপিআই(এম)’র পার্টি অফিসের সামনে বাজার শেড। আদালত সরকারকে প্রস্তাব করেছে   রাস্তা দেয়ার জন্য।

দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ এলাকায় সিপিআই(এম)-র একটি অফিস ও তার সামনে একটি বাজার শেড করার বিষয় আদালত পর্যন্ত গড়িয়েছে।

সিপিআই(এম)’র মতাই অফিসের সামনে কৃষকদের জন্য একটি শেড হয়েছে।

২০১৮ সালের ২১ জুলাই ত্রিপুরার বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী মুখ্য সচিবকে চিঠি দিয়ে বলেছিলেন, কৃষকদের জন্য শেড’র জায়গা বদলে সেটি ঠিক পার্টি অফিসটির সামনে তোলার কথা বলা হয়েছে।

কিন্তু সে নিয়ে আর কিছু হয়নি।

সিপিআই(এম) নেতা তাপস দত্ত ত্রিপুরা হাইকোর্টের কাছে বিষয়টি নিয়ে যান।

৬ জুলাই তার শুনানি ছিল বিচারপতি শুভাশিস তলাপাত্র’র বেঞ্চে।

আদালতে সেই অফিস, শেড, ইত্যাদির ছবি, ম্যাপ দেয়া হয়।

সরকারের পক্ষে আইনজীবী দেবালয় ভট্টাচার্য আদালতকে জানিয়েছেন, সেই শেড তৈরির কাজ শেষ, এবং তা কৃষকদের দেয়ার জন্য প্রস্তুত।

এলাকার মানুষের এবং অফিসের নিরাপত্তার কথা মাথায় রেখে আসা-যাওয়ার জন্য বড়সড় রাস্তা রাখার জন্য সরকারকে প্রস্তাব করেছে আদালত।

দেবালয় ভট্টাচার্য আদালতকে বলেছেন, তিনি রাস্তার জন্য জায়গা বের করতে পরামর্শ দেবেন, এবং আদালতে সেই ব্যাপারে  জানাবেন।

বিষয়টি আবার আদালতে আসবে ১৫ জুলাই।

COMMENTS