কোভিড টেস্ট করাতেই শিশুর মৃত্যু, পরিবারের অভিযোগ।

আগরতলার জিবিপি হাসপাতালে শিশুর মৃত্যু৷ বাচ্চাটির বয়স মাত্র তিন দিন।

পরিবারের লোকের অভিযোগ, কোভিড টেস্ট করতে গিয়ে মারা গেছে বাচ্চাটি।

পরিবারের লোকজন বলেছেন,  সকালে বাচ্চাটির কোভিড টেস্ট করার জন্য নাকে কিছু একটা ঢোকানো হয়েছিল।

তারপর থেকেই নাক দিয়ে রক্ত বের হতে থাকে।

শুক্রবার জিবিপিতে ভর্তি করানো হয় এক মাকে। সোমবার রাতে তিনি একটি বাচ্চার জন্ম দেন।

সন্তান জন্মের পর ধরা পড়ে মা কোভিড পজিটিভ।

মা এবং সন্তানকে নিয়ে যাওয়া হয় কোভিড ইউনিটে।

মৃত শিশুটির বাবা বলেছেন, তিনি জন্মের পর তার সন্তানের মুখ দেখেন নি। আজকে যখন তার হাতে সন্তান দেয়া হয় ততক্ষণে সে মৃত।

এ বিষয়ে জানতে জিবিপি হাসপাতালের সুপার ডাঃ দেবাশিস রায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি ফোন ধরেননি। তাকে এসএমএসও করা হয়েছিল।
তিনি এসএমএস’র জবাবে বলেছেন, এমন কোনও রিপোর্ট তার কাছে নেই। “নো সাচ রিপোর্ট টু মি”।

 

COMMENTS