ত্রিপুরাতে কোভিডে মৃত্যু বেড়ে ৮৫। গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। গতকাল ছিল ৮৩।
সোম, মঙ্গল, বুধ এই তিন দিনে ১২ জন মারা গেছেন কোভিডে।
ত্রিপুরায় কোভিডে আক্রান্ত এখন ৯৯২৭। আজকে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮৫ জন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৩২৯ জন। দুদিনে আক্রান্ত ৭১৪।
বুধবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী আক্রান্তের হার ৩.৭৬ শতাংশ এবং মৃত্যু হার ০.৮৯ শতাংশ।
রাজ্যে এখন এক্তিভ রোগীর সংখ্যা ২৭৩৮। সুস্থ হয়েছেন ৬৬৯৭ জন।
সোমবার রাজ্যের বিশিষ্ট ডাক্তাররা বলেছিলেন, ত্রিপুরায় গত সাত-আট দিনে আক্রান্তের হার নয় থেকে দশ শতাংশ।
COMMENTS