আইনজীবী’র মৃত্যুতে ছিল চিকিৎসা গাফিলতি, ডেথ অডিট রিপোর্ট বলছে

আইনজীবী’র মৃত্যুতে ছিল চিকিৎসা গাফিলতি, ডেথ অডিট রিপোর্ট বলছেFeatured Video Play Icon

মেডিক্যাল নেগলিজেন্স ছিল আইনজীবী ভাস্কর দেবরায়’র মৃত্যুর কারণ হিসেবে, আদালতে জমা পড়া ডেথ অডিট রিপোর্ট বলছে।

বছরের প্রথমদিকে এক তরুণ আইনজীবী ভাস্কর দেবরায় মারা গিয়েছিলেন ত্রিপুরার রাজধানী আগরতলায়। আইনজীবীরা অভিযোগ তুলেছিলেন, বিনা চিকিৎসায় মারা গেছেন তিনি।
জনস্বার্থ মামলা হয় ত্রিপুরা হাইকোর্টে। সাধারণভাবে থানায় অভিযোগ জানাতে গিয়ে নাজেহাল হয়ে ছিলেন আইনজীবীরা, পুলিশের অভিযোগ না নেয়ার নালিশ নিয়েও আইনজীবীদের যেতে হয়েছে নিম্ন আদালতে ।
আইনজীবীদের বিচার চেয়ে পথে নামতে হয়েছিল।
চাপে পড়ে সেই মৃত্যুর ডেথ অডিট করার ব্যবস্থা করে সরকার। একজন চুক্তিবদ্ধ ডাক্তারকে ছাঁটাই করা হয়।

আইনজীবী পুলককান্তি সাহা জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন। সেই মামলা ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি’র বেঞ্চে আজ এসেছিল। আবার আসবে আগামী সোমবারে । সেদিন তদন্তকারী অফিসারকে থাকতে বলা হয়েছে।

COMMENTS