বাড়ছেন কোভিড আক্রান্ত, বাড়ছে স্বজনহারানো হাহাকার!

বাড়ছেন কোভিড আক্রান্ত, বাড়ছে স্বজনহারানো হাহাকার!

আরও ৫৬৬ জন কোভিড আক্রান্ত বাড়লেন ত্রিপুরায়। মাসের প্রথমদিন নতুন আক্রান্ত শনাক্তের সংখ্যায় নতুন রেকর্ড। মোট পজিটিভ স্যাম্পেলের সংখ্যা এখন ১২৭১৯। তিনদিনেই দেড় হাজারের বেশি পজিটিভ।

মৃত্যুর সংখ্যা ১১৩ থেকে বেড়ে ১১৮, আরও পাঁচ মৃত্যু। মোট মৃত্যু সংখ্যা পশ্চিম জেলায় সবচেয়ে বেশি, ৬৪ এবং তারপরে গোমতী জেলা, ১৭।

শাসক বিজেপি’র আরও এক বিধায়ক কোভিড পজিটিভ। ছয়জন বিজেপি বিধায়ক পজিটিভ হলেন এই নিয়ে। বিরোধী কোনও বিধায়ক এখনও কোভিড পজিটিভ বলে জানা নেই।

কোভিড চিকিৎসা নিয়ে অভিযোগ প্রত্যেকদিনেই আসছে। অক্সিজেন না পাওয়া, মৃত্যু হলেও ঘন্টার পর ঘন্টা আত্মীয়কে না জানানো, এরকম অভিযোগ উঠছেই।
গোমতী জেলা হাসপাতালের হুইল চেয়ারে বসে চিকিৎসার অপেক্ষায় থেকে মৃত্যু হয়েছে একজনের, এমন ঘটনাও আছে।

কোভিড পেসেন্ট ছাড়াও অন্য রোগীদের চিকিৎসা নিয়েও অভিযোগ। ত্রিপুরার সবচেয়ে বড় হাসপাতাল জিবিপি হাসপাতাল চত্বরে আগুনে আহত একজন মাঝ রাস্তায় ট্রলিতে শুয়ে যন্ত্রনায় চিৎকার করছেন, এই ছবিও দেখেছেন মানুষ।

স্বাস্থ্য কর্তাদের কাছ থেকেও কোনও জবাব পাওয়া যায়নি এইসব ঘটনার।

COMMENTS