হোম আইসোলেসনে মারা গেলেন একজন

হোম আইসোলেসনে মারা গেলেন একজন

হোম আইসোলেসনে থাকা এক কোভিড রোগীর আজ মারা গেছেন। পশ্চিম ত্রিপুরা জেলায় মানুষ ছিলেন তিনি।
দিন পাঁচেক আগে তার কোভিড টেস্ট হয়েছিল, অ্যাসিম্পটোম্যাটিক থাকায় তাকে বাড়িতেই থাকার পরামর্শ দেয়া হয়েছিল।
স্বাস্থ্য দফতরের একটি সূত্রে জানা গেছে, ওই রোগীর কিডনির সমস্যা ছিল। তার ডায়ালিসিস লাগে বলে গতকাল নাকি জানানো হয়েছিল স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। সূত্রের দাবি, তাকে কোভিড সেন্টারে যেতে বলা হয়েছিল, কিন্তু পরিবারের মানুষ জবাবে বলেন যে তার কোনও কোভিডের লক্ষণ নেই।
তারপর আজ বিকালে পরিবারের পক্ষে জানানো হয়েছে, তিনি মারা গেছেন।

গতকাল মৃতদের মধ্যে ঊনকোটি জেলার দুই ইঞ্জিনিয়ার ছিলেন। একজন পূর্ত দফতরের এবং একজন স্থানীয় সরকারের কর্মচারী ছিলেন।

COMMENTS