ইস্যু, তিপ্রাল্যান্ড। উপজাতি জেলা পরিষদ এলাকায় বনধ ডাকল আইপিএফটি।

তিপ্রাল্যান্ডের দাবিতে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় বনধ ডেকেছে বিজেপি সহযোগী আইপিএফটি।

১৫ অক্টোবরে সকাল ছয়টা থেকে চব্বিশ ঘটার বনধ।

আইপিএফটি মুখপাত্র মঙ্গল দেববর্মা বনধের ঘোষণা দিয়েছেন।

ত্রিপুরায় ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি’র সাথে জোট বাঁধে আইপিএফটি।
আইপিএফটি তিপ্রাল্যান্ড নামে আলাদা রাজ্যের দাবি নিয়েই বামেদের শক্ত ঘাঁটি উপজাতিদের জন্য সংরক্ষিত আসনগুলিতে ভোটারদের টেনেছিল।
বিজেপি তিপ্রাল্যান্ডের পক্ষে নয়, আইপিএফটি’র প্রধান এজেন্ডা ছিল এটাই। তাতেও জোট হয়।

আইপিএফটি কিছুদিন আগেও জেলা পরিষদের সদর দফতর খুমুলুঙে বনধ ডেকেছিল।

জেলা পরিষদ নির্বাচনের সময় হয়ে গেছে, কোভিড সময়ের জন্য আটকে আছে।
নির্বাচনের আগে আবার তিপ্রাল্যান্ড ইস্যু সামনে নিয়ে এল আইপিএফটি।

লোকসভা নির্বাচনে বিজেপি-আইপিএফটি জোট হয়নি, যদিও আইপিএফটি মন্ত্রীসভা থেকেও বেরিয়ে আসেনি।
দু’দিন আগেই আইপিএফটি প্রয়োজনে একাই জেলা পরিষদ নির্বাচনে লড়তে পারে বলে সুর চড়িয়েছে।

COMMENTS