দুর্গা পূজায় সতর্ক থাকুন, অন্যথায় সামাল দেয়া কঠিন হবে!

ইউরোপে কোভিডের সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। দ্বিতীয় ধাক্কা, প্রথম ধাক্কার চেয়ে বেশি মারাত্মক হয়।
বিশ্বকর্মা পূজার পর ত্রিপুরায় কোভিড সংক্রমণের হার বেড়ে গেছে। কেরালায় ওনাম উৎসবের পর একই জিনিস হয়েছে।
পূজা প্যাণ্ডেলে শুধু নয়, শপিং মল, ইত্যাদি সব জায়গাতেই সতর্ক থাকতে হবে। যদি সম্ভব হয়, পূজার দিনগুলিতে ঘরে থাকাই ভাল। একান্ত বের হতে গেলে, ভীড় এড়িয়ে দিনের বেলা। সতর্ক না হলে, সীমিত পরিকাঠামোতে মোকাবিলা সম্ভব হবে না।
সতর্ক করে দিয়েছে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েসন।

ত্রিপুরায় প্রচন্ডরকম ডাক্তার সঙ্কট। চুক্তিবদ্ধ ডাক্তাররা একবার কাজ করে আর ফিরে আসছেন না।
কোভিড-পরবর্তী সময়ে দুর্বলতা থাকবে। হার্টে ফাইব্রোসিস হতে পারে। এমনকী যারা কোভিড থেকে ভাল হয়েছেন, তাদের পনের থেকে সতের শতাংশ অন্যান্য সমস্যা নিয়ে হাসপাতালে ফিরে আসবেন। বলেছে অ্যাসোসিয়েসন।

COMMENTS