ত্রিপুরার প্রধান বিরোধী রাজনৈতিক দল সিপিআই(এম) ,ভারতে কম্যুনিষ্ট পার্টি’র ১০০ বছর উদযাপন করছে।
সেই অনুষ্ঠানের সময় , তাদের অফিস আক্রমণের ঘটনা হয়েছে, অন্তত দু’টি জায়গায়।
আগরতলার লাগোয়া ডুকলি এলাকার পার্টি অফিস। দক্ষিণ ত্রিপুরা’র রাজনগর পার্টি অফিসে সেই অনুষ্ঠান শেষে ফিরে আসার সময় মহিলাসহ অন্তত আটজন আক্রান্ত হয়েছেন।
এই দুই অফিসই তার আগে বিজেপি জোট সরকার ত্রিপুরায় ক্ষমতায় আসার পর একাধিকবার আক্রান্ত হয়েছে।
আজ অবশ্য সিপিআই(এম) কর্মীরা রুখে দাঁড়ালে দুস্কৃতীকারীরা পালিয়ে গেছেন।
প্রাক্তন বিধায়ক সুব্রত চক্রবর্তী ডুকলি পার্টি অফিস নিয়ে বলেছেন, রাজনগরের বিধায়ক সুধন দাস বলেছেন তার এলাকা নিয়ে।
COMMENTS