শ্রমিক সংগঠনের দাবি মিছিল জল কামানে আটকে দিল প্রসাশন, ত্রিপুরার রাজধানী আগরতলায়। জল, বিদ্যুৎ, ইত্যাদি বেসরকারি হাতে তুলে দেয়া বন্ধ করা, বেহাল রাস্তা ঠিক করা, কাজ-খাদ্যের ব্যবস্থা করা, ইত্যাদি এগারো দাবি ছিল। লেবার কমিসনার’র কাছে ডেপুটেসন দিতে সিট্যুর ডাকে এক দাবি মিছিল ওরিয়েন্ট চৌমোহনী যেতেই পুলিশ আটকে দেয়।
শ্রমিক সংগঠনের দাবি মিছিল জল কামানে আটকে দিল প্রসাশন, ত্রিপুরার রাজধানী আগরতলায়।
জল, বিদ্যুৎ, ইত্যাদি বেসরকারি হাতে তুলে দেয়া বন্ধ করা, বেহাল রাস্তা ঠিক করা, কাজ-খাদ্যের ব্যবস্থা করা, ইত্যাদি এগারো দাবি ছিল।
লেবার কমিসনার’র কাছে ডেপুটেসন দিতে সিট্যুর ডাকে এক দাবি মিছিল ওরিয়েন্ট চৌমোহনী যেতেই পুলিশ আটকে দেয়।
COMMENTS