উত্তর ত্রিপুরার কাঞ্চণপুরে বনধ চলছে!

কাঞ্চণপুরে বনধ চলছে। মিজোরাম থেকে আসা রিয়াঙদের (ব্রু) পুনর্বাসন নিয়ে বিরোধিতা করছে এক অংশের বাঙালি এবং মিজো মানুষজন। তারা জয়েন্ট মুভমেন্ট কমিটি করে অনির্দিষ্ট সময়ের জন্য বনধের ডাক দিয়েছেন।

১৯৯৭ সালে নিজেদের ভিটে-মাটি ছেড়ে কাঞ্চণপুরের নানা জায়গায়, প্রধাণত রিজার্ভ ফরেস্টে হাজার হাজার রিয়াঙ আশ্রয় নেন।
প্রায় সব নাগরিক সুবিধা থেকেই তারা বঞ্চিত।
তাদের নিজের জায়গায় ফিরিয়ে দিতে পারেনি রাষ্ট্র।

বছর খানেক আগে সিদ্ধান্ত হয়, তাদের ত্রিপুরাতেই পুনর্বাসন দেয়া হবে। তার পদ্ধতি, ইত্যাদি নিয়ে আপত্তি জয়েন্ট মুভমেন্ট কমিটির।
কাঞ্চণপুরে মিছিল করেছে বনধ সমর্থকরা।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দিন কয়েক আগে আমবাসায় ইন্দো-জার্মান প্রকল্পের দ্বিতীয় ভাগের শুরু করে বলেছেন, ত্রিপুরার মানুষ এখন স্ট্রাইকে বিশ্বাস করে না, আন্দোলনে বিশ্বাস করে না।

COMMENTS