সরকারি দফতরে কাজ করবেন বেসরকারি সংস্থার লোক

সরকারি দফতরে কাজ করবেন বেসরকারি সংস্থার লোক

বাগানের মালি, অথবা লেবার ইনস্পেক্টর, ফুড ইনস্পেক্টর,  আইসিডিএস সুপারভাউজার, ক্লার্ক,  এই সব পদেই এখন সরকারি দফতরে বেসরকারি সংস্থার লোক কাজ করবেন।

ত্রিপুরা সরকার’র এমপ্লয়মেন্ট সার্ভিসেস এণ্ড ম্যানপাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্ট ২৬ ফেব্রুয়ারি যে মেমোরান্ডাম জারি করেছে, তাতে সরকারি দফতরগুলি কয়েকটি বেসরকারি সংস্থাকে জানাবে তাদের কীরকম কাজের মানুষ কত দরকার, সেই বেসরকারি সংস্থা সেই মত জোগান দেবে মানুষ।

বেশ কয়েকটি সংস্থাকে তালিকায় রাখা হয়েছে এই কাজের জন্য। তার একটির  সাথে  ‘প্রাইম’ ট্যাগ রয়েছে। রাজ্যের বাইরের সংস্থাও আছে।

সরকারি দফতরে চাকরি, কিংবা ককর্মচারী বা পেনসনার,  তারা সমাজের ওপর বোঝা,  শাসক দলের এই মনোবৃত্তি নানা সময়েই বোঝা গেছে।

নয়া পেনসন নীতি ত্রিপুরা ঠেকিয়ে রেখেছিল বহুদিন, বিজেপি-আইপিএফটি ক্ষমতায় এসে সেই নীতি চালু করেছে। সেই নির্দেশে এই ‘বোঝা’র কথা উল্লেখ ছিল।

ত্রিপুরায় কল-কারখানা বিশেষ নেই, সরকারি চাকরিই ছিল ভরসা। সেই দরজা বন্ধ হয়ে যাচ্ছে।

 

বিজেপি ক্ষমতায় এসেই ইন্টারভিউ হয়ে থাকা নানা চাকরি প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল।

তবে বিজেপি ক্ষমতায় আসার আগে বছরে পঞ্চাশ হাজার সরকারি চাকরির কথা বলেছিল। ষাট হাজার খালি পদ পূরণের কথা দিয়েছিল।

ক্ষমতায় আসার পরেও একবার শোনা গিয়েছিল, কয়েকমাসে ত্রিশ হাজার চাকরি হবে।

সোনামুড়ায় জাহাজ চলবে, সিপাহিজলা জেলায় ঘর থেকে ডেকে এনে চাকরি দেয়া হবে।

ত্রিপুরা সরকার’র এমপ্লয়মেন্ট সার্ভিসেস এণ্ড ম্যানপাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্ট’র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সারথি দত্ত বলেছেন, তারা লোক নিয়োগ করবেন না। তারা শুধু এজেন্সি তালিকাভুক্ত করেছেন। যে দফতরে লোক প্রয়োজন হবে, সে দফতরে ওইসব এজেন্সির মারফতে কর্মী নিয়োগ হবেন।

COMMENTS